গঠনতন্ত্র

"KIN OF SOCIETY SERVERS ( KSS ) " বাংলা সমাজ সেবক সম্প্রদায় ” একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। সদস্যদের নিজস্ব অর্থে পরিচালিত এই সংগঠনটি বাংলাদেশের চট্রগ্রাম জেলার সীতাকুন্ড থানার অন্তর্গত ১ নং সৈয়দপুর ইউনিয়নে অবস্থিত শেখেরহাটকে কেন্দ্র করে, কিছু সচেতন যুব সমাজের তত্বাবধানে গড়ে উঠেছে। ২০১২ এর ২৮ আগষ্ট মাত্র ০৮ জন সদস্য নিয়ে যাত্রা শুরু সংগঠনটি। শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা এর মূল লক্ষ্য। স্বাভাবিক ভাবে পরিচালনার নিমিত্তে সংগঠনটি কিছু নিয়ম অনুসরণ করবে। সংগঠন কিভাবে চলবে, সদস্যরা কিভাবে আচরণ করবে, সেবা কার্যক্রম ইত্যাদি মাথায় রেখে কিছু নিয়ম প্রণীত হয়েছে-

ক্যাটাগরি: A

  1. সংগঠনের নাম বাংলায় “সমাজ সেবক সম্প্রদায়” ইংরেজী ~KIN OF SOCIETY SERVERS" ( KSS ) যা অপরিবর্তনীয়। 
  2. এটি একটি অরাজনৈতিক সংগঠন।

ক্যাটাগরি: B



  1. স্থায়ী সদস্য হবে ০৮ জন যার একজন হবে বিশেষ সদস্য।
  2. প্রত্যেক সদস্যের একটি করে আইডি কার্ড থাকবে। উহা ছাড়া পূর্ণাঙ্গ সদস্য বলে গন্য হবেনা। 

ক্যাটাগরি: C

  1. সংগঠনের সকল কার্যক্রম সদস্যদের নিজস্ব অর্থে পরিচালিত হবে এছাড়া সাহায্য গ্রহণযোগ্য। 
  2. প্রত্যেক সদস্যকে নির্ধারিত সময়ের মধ্যে প্রদেয় প্রদান করতে হবে। 
  3. সংগঠনের আর্থিক লেনদেন হবে ব্যাংক নিয়ন্ত্রিত।
  4. আর্থিক লেনদেন সম্পর্কে পরিচালনা প্রদান ও সংশ্লিষ্ট ব্যাক্তি জবাব দিতে বাধ্য।
  5. কোন সদস্য ব্যাক্তিগত চরিতার্থ করার জন্য সংগঠন বিরোধী কোন কাজ করতে পারবে না। 
  6. সংগঠনের কার্যত্রম পরিচালনার জন্য একটি কার্যালয় থাকবে। 

ক্যাটাগরি: D

  1. সদস্যদের নিজস্ব অবস্থান সম্পর্কে সচেতন থাকতে হবে।
  2. সংগঠন পরিচালনায় কোন রাজনৈতিক মনোভাব বা নীতি অনুসরন করা যাবে না।
  3. সভায় প্রত্যেক সদস্যকে মতামত ব্যক্ত করার সময় দেয়া হবে। 
  4. সংগঠন সম্পর্কিত সকল তথ্য জানার অধিকার সকল সদস্যের থাকবে।
  5. কোন নতুন সদস্য ভর্তির ক্ষেত্রে সংগঠনের নিয়মাবলী মানতে হবে।

ক্যাটাগরি: E

    1. পরিচালনা পর্যদের সিদ্ধান্ত ও প্রধানের স্বাক্ষর ব্যাতীত কোন সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হবেনা।
    2. প্রত্যেক সদস্য তাদের নিজস্ব মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে। 
    3. বহিঃস্থ কোন সিদ্ধান্ত গ্রহনযোগ্য নয়, তবে নির্দেশনা কাম্য যা বিবেচনাধীন হবে। 
    4. ডাকা সভায় অনুপস্থিত সদস্য, গৃহীত সকল সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য তবে মতামত রাখতে পারবে। 
    5. ডাকা সভায় কোন সদস্য ভুল কিছু উপস্থাপন করলে অন্যরা ভদ্রতায় তার সমাধান করবে। 
    6. কোন সিদ্ধান্তে অমত থাকলে সেক্ষেত্রে অধিকাংশের মতামত প্রাধান্য পাবে ( যদি সেটা সংগঠনের পক্ষে হয়। )
    7. স্থায়ী কমিটি আজীবন মেয়াদী। কোন সিদ্ধান্ত পুর্নবিবেচনার ক্ষেত্রে স্থায়ী কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হবে। 
    8. স্থায়ী কমিটি সকল ক্ষমতার উদ্ধে।

    ক্যাটাগরি: F

      1. কোন দায়িত্ব প্রদানের ক্ষেত্রে যোগ্য সদস্য নির্বাচিত হবে। 
      2. দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি তার কাজে ব্যর্থ হলে তাকে অবশ্যয় জবাবদিহি করতে হবে। 
      3. সংগঠনের গোপন কোন তথ্য সংগঠনের যোগ্য সদস্য ব্যাতীত বহিঃস্থ কারো সাথে আলোচনা করবে না। 
      4. স্থায়ী কমিটির কোন সদস্য গত হলে যোগ্য সদস্য স্থান পাবে।

      ক্যাটাগরি: G

        1. বার্ষিক সকল অনুষ্ঠানের ব্যাপারে সংগঠন নিজস্ব সিদ্ধান্ত নিবে। 
        2. সংগঠনের যেকোন কার্যক্রমে সংগঠন প্রধান কে দায়িত্বশীত ভূমিকা রাখতে হবে। 
        3. কোন কাজের জন্য সংগঠন বহিঃস্থ কারো কাছে জবাবদিহি করবে না। ( যদি নীতি বিরোধী না হয় )
        4. সংগঠন কর্তৃক আয়োজিত সকল অনুষ্ঠানে প্রত্যেক সদস্যের উপস্থিতি কাম্য।
        5. সদস্য বৃদ্ধির ক্ষেত্রে প্রত্যেক সদস্যকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। 
        6. সামাজিক সকল কর্মকান্ড পরিচালনা সংগঠনের মূল লক্ষ্য, অসামাজিক কিছু নয়। 

        ক্যাটাগরি: H

        1. প্রত্যেক সদস্য কে সংগঠনের প্রতি আন্তরিক হতে হবে।
        2. ব্যক্তিগত মনোমালিন্য পরিহার করে একসাথে কাজ করতে হবে।
        3. সংগঠনের কোন সদস্য বিপদে পড়লে বাকী সদস্যরা তাকে সাহায্য করা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। 
        4. সাম্প্রদায়িকতা বা ধর্মকেন্দ্রিক সকল বিবাদ এড়িয়ে একতা গড়ে তুলতে হবে।
        5. ভবিষ্যত পরিকল্পনায় সবাই কে এগিয়ে আসতে হবে।

        ক্যাটাগরি: I

          1. সংগঠনের সকল নিয়ম কানুন প্রত্যেক সদস্য মানতে বাধ্য।
          2. কোন সদস্য সংগঠন বিরোধী কোন কাজ করতে পারবে না। 
          3. প্রত্যেক সদস্য আজীবন মেয়াদী তবে দোষ করলে শাস্তির যোগ্য হবে।
          4. সংগঠনের প্রতিটি নিয়ম সকল সদস্যের জন্য সমান ভাবে প্রযোজ্য। 

          ক্যাটাগরি: J



          আজীবন ও দাতা সদস্যের জন্য সাংগঠনিক নিয়মাবলীঃ
          ·             ২০০৬ থেকে বিগত সাল এর শিক্ষার্থীবৃন্দ শুধুমাত্র আজীবন ও দাতা সদস্য হতে পারবে ।  

               ভর্তির নিয়মঃ
                   ১। বাংলাদেশী নাগরিক হতে হবে ।
                   ২। কমপক্ষে এস এস সি পাশ হতে হবে ।
                   ৩। সামাজিক না হলেও অসামাজিক হতে পারবে না এবং একজন ভালো মানুষ হতে হবে ।
                   ৪। আবেদন ফরম এর সাথে ২ কপি পাসফোর্ট সাইজ ছবি, সর্বশেষ শিক্ষা সনদ, জাতীয় পরিচয় পত্র এবং আজীবন ও দাতা সদস্যের জন্য যথাক্রমে ২০০০ টাকা ও ৫০০০ টাকা জমা দিতে হবে ।
                   ৫। প্রদত্ত টাকা অফেরতযোগ্য এবং সাংগঠনিক কাজে ব্যয় করা হবে ।
                   ৬। স্থায়ী কমিটির সভাপতির অনুমোদনের মাধ্যমে সদস্য হিসেবে চুড়ান্ত অনুমোদন পাবে ।

              সাংগঠনিক নিয়মাবলীঃ
                   ১। সংগঠন কে এগিয়ে নিয়ে যেতে সকল প্রকার সহযোগিতা করবে ।
                   ২। সাংগঠনিক সকল নিয়মাবলী মেনে নিতে বাধ্য থাকিবে ।
                   ৩। সংগঠন কর্তৃক গৃহীত সকল সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকিবে ।
                   ৪। সংগঠন কর্তৃক আয়োজিত সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে এবং সাংগঠনিক কোনো কাজে অংশগ্রহণ বাধ্যতামূলক নয় ।
                   ৫। অসাংগঠনিক কোনো কাজ করলে সংগঠন তার বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা নিতে পারবে এবং ব্যক্তিগত কোনো ঝামেলায় সংগঠন তার সাথে থাকবে না ।
                   ৬। সাধারণ সদস্য ব্যতিত আজীবন ও দাতা সদস্য স্থায়ী বা কার্যনির্বাহী কমিটিতে অংশগ্রহণ করতে পারবে না ।

          ·            *  স্থায়ী কমিটি সকল ক্ষমতার ঊর্ধে এবং কেবলমাত্র স্থায়ী কমিটি যেকোনো নিয়ম সংযোজন, বাতিল ও পরিবর্তন করতে পারবে ।




          বিশেষ দ্রষ্টব্যঃ সংগঠনের যেকােন সিদ্ধান্ত বা নিয়ম প্রয়োজন ও সুস্থতা ভিত্তিতে সংস্কার, সম্প্রসারণ ও সংশোধনযোগ্য।
            অতিরিক্তঃ স্থানীয় চেয়ারম্যানকে পৃষ্ঠপোষক করে অনুমোদীত একটি সংগঠন।

            সভাপতিঃ সংগঠন পরিচালনার কর্ণধান হিসেবে ভূমিকা পালন করবে। সকল কার্যক্রম এর নিয়মিত তত্বাবধান করবে। সভা আহ্বান করবে এবং সার্বিক কাজ পরিচালনা করবে। 

            সাধারণ সম্পাদকঃ কার্য পরিচালনায় অংশ নিবে এবং সভাপতির অনুপস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

            সাংগঠনিক সম্পাদকঃ যাবতীয় সকল কাজের তত্বাবধান করবে। এবং সভাপতি ও সাধারণ সম্পাদক এর অনুপস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। 

            বিঃ দ্রঃ এছাড়া সংগঠনের স্বার্থে সকল কাজে অংশ নিবে।

            ভর্তির পূর্বশর্তঃ

            1. ভর্তি হতে ইচ্ছুক প্রত্যেক সদস্যকে কমপক্ষে এস, এস, সি পাস হতে হবে।
            2. বাংলাদেশের নাগরিক হতে হবে।
            3. তার নৈতিক চরিত্র অবশ্যয় ভাল হতে হবে।
            4. নতুন সদস্য ভর্তির জন্য আবেদন ফরম সহ মূল ফরম  বাবদ ১০০ টাকা  দিতে হবে । আবেদন ফরম গৃহীত হলে যাচাই সাপেক্ষে মূল ফরম অনুমোদন দেয়া হবে । অন্যথায় আবেদন বাতিল বলিয়া গণ্য হবে ও টাকা ফেরত দেয়া হবে।
            5. প্রদত্ত টাকা অফেরতযোগ্য এবং শুধুমাত্র কার্য পরিচালনায় ব্যবহার করা হবে। 
            6. কার্যক্রম পরিচালনায় ৩ মাস অন্তর অন্তর সভা অনুষ্ঠিত হবে এবং সভায় স্থায়ী সদস্যদের অংশগ্রহন বাধ্যতামূলক।
            7. সংগঠনের সকল নিয়মাবলী মানতে বাধ্য থাকবে।
            বিশেষ দ্রষ্টব্যঃ সংগঠন থেকে কোন কিছু পাওয়ার আশা করা যাবেনা ।

            লক্ষ্য ও উদ্দেশ্যঃ সকল প্রকার সেবামূলক সামাজিক কার্যক্রম পরিচালনা করা । সদস্যদের নিজস্ব অর্থে পরিচালিত একটি অরাজনৈতিক সংগঠন।

            ঐচ্ছিকঃ
            1. সমাজে অন্যায় ব্যাবিচার ইত্যাদি থেকে দূরে থাকার জন্য লোকজনকে সচেতন করতে হবে।
            2. বৃক্ষরোপণ অভিযান পালন করবে।
            3. শিক্ষা ক্ষেত্রে প্রতিযোগিতা মূলক কর্মসূচীর আয়োজন করবে।
            4. সংগঠনের তত্বাবধানে বার্ষিক আনন্দ ভ্রমনের আয়োজন করবে।
            5. সদস্যদের প্রত্যেকর একটি সাধারণ পোষাক থাকবে। 
            বিশেষ দ্রষ্টব্যঃ সংগঠনের গঠনতন্ত্রে সংশোধনী নামক অতিরিক্ত কপি সংযোজন করা যাবে। ( প্রয়োজনের ভিত্তিতে। )

            সংশোধনঃ

            1. বি-১ঃ নতুন স্থায়ী সদস্যের পদ প্রাপ্তির ক্ষেত্রে বর্তমান স্থায়ী কমিটি অনুমোদন দিবে। বিশেষ সদস্য থাকবে।
            2. ই-১ঃ  স্থায়ী কমিটির সিদ্ধান্ত ও প্রধানের স্বাক্ষর ব্যাতীত কোন সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে না।
            3. ই-৭:  স্থায়ী কমিটির সকল সদস্য আজীবন মেয়াদী। কোন সিদ্ধান্ত পুনবিবেচনার ক্ষেত্রে স্থায়ী কমিটির সিদ্ধান্ত চুড়ান্ত হবে।
            বিশেষ দ্রষ্টব্যঃ কেবল মাত্র স্থায়ী কমিটি সংগঠনের যেকোন সিদ্ধান্ত বা নিয়ম প্রয়োজন ও সুস্থতা ভিত্তিতে সংস্কার, সংযোজন ও সংশোধন করবে।

            সংযোজনঃ

            1. কোন সদস্য সংগঠন বিবর্জিত কোন কারনে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়লে সংগঠন তার ব্যাপারে কোন মন্তব্য করবে না এবং এই ব্যাপারে তার সাথে থাকবে না। এবং এই ক্ষেত্রে সংগঠনের সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে।
            2. নতুন সদস্য যোগদানের ক্ষেত্রে ১ বছরের আগে কোন পদ পাবেনা এবং স্থায়ী পদ লাভের ক্ষেত্রে সংগঠন কমপক্ষে তার ২ বছরের পারপরমেন্স বিবেচনা করবে এবং তা স্থায়ী কমিটি সুরাহা করবে।
            3. পরিচালনা কমিটির সদস্যদের উপর অর্পিত দায়িত্ব বা পদ বাতিল করার অধিকার স্থায়ী কমিটি রাখে। 
            4.  

                  No comments:

                  Post a Comment