বাণী সমগ্র


তাজুল ইসলাম নিজামী
চেয়ারম্যান, ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদ
সীতাকুন্ড, চট্রগ্রাম।

পৃষ্ঠপোষকের বাণী


আমি জেনে আনন্দিত যে, আমার নির্বাচনী এলাকার শেখেরহাট কে কেন্দ্র করে কিছু সচেতন যুব সমাজের তত্তাবধানে সমাজ সেবামূলক একটি অরাজনৈতিক সংগঠন গড়ে উঠেছে। “সমাজ সেবক সম্প্রদায়” নামক এই সংগঠনটি সদস্যদের নিজস্ব অর্থে পরিচালিত, যা অত্যন্ত ব্যতিক্রম। সামাজিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এ্ই ধরনের ব্যতিক্রম কিছুর জন্য আমি প্রতিষ্ঠাতা ও তাদের সবাইকে সাধুবাদ জানায়। আমি আরো আনন্দিত উক্ত সংগঠনের পৃষ্ঠপোষক হতে পেরে। পৃষ্ঠপোষক হিসেবে আমি তাদের সর্বাত্তক সহায়তা দেয়ার চেষ্টা করব- আশা রাখছি। সংগঠনের সবার প্রতি আমার শুভ কামনা রইল।






শাহ ইমরান, অনি
সভাপতি

                     সভাপতির বাণী


KIN of SOCIETY SERVERS (KSS) সংগঠনটি একটি অরাজনৈতিক সমাজ সেবামূলক সংগঠন। সমাজের বিভন্ন দিক বিবেচনা করে এর সৃষ্টি। এই রকম একটি সংগঠন প্রতিষ্ঠা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এতে আমাকে সর্বাত্তক সহযোগিতা করেছে প্রত্যেক সদস্য। তাই আমি তাদের প্রত্যেক কে ধন্যবাদ জানায়। সদ্স্যদের নিজস্ব অর্থে পরিচালিত এই সংগঠনটি ব্যতিক্রমধর্মী। সদস্য এবং শুভাকাঙ্খি সবার কাছে আমার চাওয়া একটাই তারা যেন সঠিক সময়ে সঠিক কাজটি করে এবং সবসময় সংগঠনের সাথে থাকে। প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে আমি সংগঠনের স্বার্থে যেকোন পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। সমাজের ও দেশের স্বার্থে এই ধরনের স্বার্থহীন সংগঠন আমাদের আরো প্রয়োজন। অবশেষে সবাই কে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি”।



মোর্শেদুর রহমান, রানা
সাধারণ সম্পাদক
















সাধারণ সম্পাদকের বাণী
“সমাজ সেবক সম্প্রদায়” একটি নিঃস্বার্থ অরাজনৈতিক সেবামূলক সংগঠন। এই সংগঠনের কোন সদস্য সংগঠন থেকে কোন কিছূ আশা করেনা। এর কার্যক্রম অত্যন্ত সুন্দর। ‍সেবামূলক এই ধরনের নিঃস্বার্থ  একটি সংগঠন সমাজে বিশাল পরিবর্তন আনবে বলে আমি মনে করি। এই ধরনের একটি সংগঠনের সদস্য ও সাধারণ সম্পাদক হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার দায়িত্ব নিঃস্বার্থ ভাবে পালন করব। পরিশেষে সংগঠনের মঙ্গল কামনা করছি।




                                            

সাধারণ সম্পাদক(পরিচালনা কমিটি)

আমরা পরিবর্তনে বিশ্বাসী। একটি সামাজিক সংগঠনই পারে সমাজের পরিবর্তন আনতে। সে লক্ষ্যেই Kin of Society servers বা (KSS) এর পথচলা। যে উৎসাহ নিয়ে কাজ শুরু করেছিলাম সে উৎসাহে অনেক কিছু করেছিলাম।তবে যা পারিনি তার জন্য মোটেও হতাশ না- আমরা করতে পারব -ইনশাল্লাহ। শুরু থেকেই সংগঠনের সাথে যুক্ত থেকে কাজ করতে পারায় আমি অত্যন্ত আনন্দিত। আমি সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি


                                                                                      







No comments:

Post a Comment